Barak UpdatesHappenings

আলগাপুরে গ্রেফতার ৮ রোহিঙ্গা

২৭ নভেম্বর: ফের রোহিঙ্গার উপস্থিতি বরাক উপত্যকায়৷ দুদিন আগে নিউ জলপাইগুড়িতে গ্রেফতার হয়েছিল যে ১৪ জন রোহিঙ্গা, এরা বদরপুর থেকে রাজধানী এক্সপ্রেসে উঠেছিল৷ এ বার ৮ জন ধরা পড়ল হাইলাকান্দি জেলার আলগাপুরে৷ তাদের মধ্যে ২জন পুরুষ, ১জন মহিলা৷ বাকিরা অপ্রাপ্তবয়স্ক৷ ২ বছরের একটি শিশুও সঙ্গে রয়েছে৷ তাকে অবশ্য গ্রেফতার দেখায়নি হাইলাকান্দি পুলিশ৷ মায়ের সঙ্গে সেও জেলে গিয়েছে৷

আদালতের নির্দেশে ৪ অপ্রাপ্তবয়স্ককে শিলচরে হোমে রাখা হয়েছে৷ বাকিদের জেলে পাঠানো হয়েছে৷ তাদের আশ্রয় দেওয়ার জন্য হাইলাকান্দি জেলার আলগাপুর থেকে ইসলাম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ তার বাড়ি থেকেই ধরে আনা হয় রোহিঙ্গাদের৷ ইসলামুদ্দিনের দাদা ইউসুফ আলি মজুমদারকেও খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন হাইলাকান্দির পুলিশ সুপার পবীন্দ্রকুমার নাথ৷

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, তারা ২০১৩ সালে মায়ানমার থেকে প্রথমে বাংলাদেশে যায়৷ সেখান থেকে ত্রিপুরা দিয়ে ভারতে ঢোকে৷ বহুদিন ছিল কাশ্মীরে৷ শেষে হায়দরাবাদে একটি কোম্পানিতে কাজ করছিল৷ লকডাউনে কোম্পানি বন্ধ হয়ে গেলে অনেক জায়গায় কাজ খুঁজে শেষে যোগাযোগ হয় ইসলাম উদ্দিনদের সঙ্গে৷ পবীন্দ্রবাবুর দাবি, এরা আলগাপুরে আসার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে খবর চলে আসে৷ ধরা পড়ে যায় সবাই৷ তবে নিউ জলপাইগুড়িতে ধৃত ১৪ রোহিঙ্গার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেই মনে করছেন হাইলাকান্দির পুলিশ সুপার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker