Barak UpdatesHappeningsBreaking News
আর্য সংস্কৃতি বোধনী সমিতির নবনির্মিত হলঘরের দ্বারোদ্ঘাটন

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর: শুক্রবার আর্য সংস্কৃতি বোধনী সমিতির নবনির্মিত হলঘরের দ্বারোদ্ঘাটন ও ফলক উন্মোচিত হল। ফিতা কেটে দ্বারোদ্ঘাটন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
তিনি আর্য সংস্কৃতি বোধনী সমিতিকে ব্যতিক্রমী সংগঠন বলে অভিহিত করেন। বলেন, একসময় যখন এই অঞ্চলের মানুষ নিজেদের হিন্দুত্বের পরিচয় লুকিয়ে রাখতেন, তখন এই সংস্থা জোরগলায় হিন্দুত্বের জয়গান গেয়েছে। তিনি এ প্রসঙ্গে প্রয়াত গৌরাঙ্গ ভট্টাচার্য ও প্রয়াত গৌতম ভট্টাচার্যের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে পান্না পাল জানান, ভারত মাতার মন্দির নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা ধাপে ধাপে এগিয়ে চলেছেন। এই বিশাল কর্মযজ্ঞে তিনি আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা, সমিতির সম্পাদক দিব্যেন্দু কর সহ বাসুদেব ভট্টাচার্য, শাখি চক্রবর্তী, জয়ন্তী দত্ত, ভক্তি সেন, সুদীপ পাল, উত্তম সাহা, বিজন বিহারী রায়, বেদব্রত বিশ্বাস, বিপুল মজুমদার, অমিত ভট্টাচার্য, দীপাঞ্জন দেশমুখ্য, নীলকন্ঠ চক্রবর্তী, শিল্পী ভট্টাচার্য, শেফালী রায়, তপশ্রী বিশ্বাস, সমর্পিতা ভট্টাচার্য চৌধুরী, অনিমা ভট্টাচার্য প্রমুখ।