Barak UpdatesHappeningsBreaking News
আর্থিকভাবে স্বচ্ছল পরিবারকে খাদ্য সুরক্ষার কার্ড ফেরত দেওয়ার আহবান
ওয়েটুবরাক, ২ জুলাই: আর্থিকভাবে স্বচ্ছল পরিবার, যাদের বার্ষিক আয় এক লক্ষ টাকার বেশি অথচ খাদ্য সুরক্ষা যোজনার অধীনে রেশন কার্ডের সুবিধা লাভ করছেন তাদের অবিলম্বে সেই কার্ড জেলাশাসকের কার্যালয়ে ফেরৎ দেওয়ার আহবান জানাল হাইলাকান্দি জেলা প্রশাসন । জেলা প্রশাসনের পক্ষে খাদ্য ও সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক এক বিবৃতিতে এ আহবান জানিয়ে বলেন, এখন অবধি জেলার বহু দুস্থ পরিবার রেশন কার্ড থেকে বঞ্চিত রয়েছেন । অথচ দেখা যায় আর্থিকভাবে স্বচ্ছল বহু পরিবার খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রদান করা রেশন কার্ডের লাভালাভ গ্রহন করে যাচ্ছেন।। যার ফলে অনেক অসহায়, দুস্থ পরিবার রেশন কার্ড থেকে বঞ্চিত রয়েছেন।
সম্প্রতি রাজ্যের খাদ্য, অসামরিক যোগান ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী রণজিৎ কুমার দাস এ সম্পর্কে রাজ্যের আর্থিকভাবে স্বচ্ছল যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকে সেই কার্ড ফেরত দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।। তাই মন্ত্রীর আহবানের প্রেক্ষিতে হাইলাকান্দি জেলার আর্থিকভাবে স্বচ্ছল যারা খাদ্য সুরক্ষার কার্ড নিয়েছেন তাদেরকে সেই কার্ড ফেরত দিতে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে । যাতে করে রেশন কার্ড বিহীন লোকদেরকে রেশন কার্ড প্রদান করা সম্ভব হয় ।। বঞ্চিত দুস্থ লোকদের সাহায্য করে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয় নীতির বাস্তবায়নে সবাইকে অনুরোধ জানানো হয়েছে ।। জনসংযোগের হাইলাকান্দি শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।