Barak UpdatesHappeningsBreaking News

আর্ট অব লিভিং এবং মদনমোহন আখড়ার যৌথ রক্তদান শিবির

ওয়েটুবরাক, ১০ জুন : বরাক উপত্যকার তিন জেলায় চল্লিশ লক্ষ মানুষের বসবাস৷ তার মধ্যে অন্তত দশ লক্ষ মানুষ রক্ত দিতে সক্ষম৷ আর গোটা উপত্যকায় রক্তের প্রয়োজন মাসে মাত্র পাঁচ হাজার ইউনিট৷ এই পরিসংখ্যান তুলে ধরে অত্যন্ত আক্ষেপের সুরে ক্যানসার বিশেষজ্ঞ রবি কান্নান বলেন, আমরা দশ লক্ষ মানুষ মিলে মাসে পাঁচ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করতে পারি না৷ তাঁর কথায়, রক্তের প্রয়োজন হলে মানুষকে চরম অসহায় অবস্থার মধ্যে পড়তে হয়৷ জরুরি প্রয়োজনে রক্ত আনতে গেলে কোনও কোনও ব্লাড ব্যাঙ্ক রিপ্লেস বা ডোনার আনার কথা বলে৷ কেউ কেউ চায় সুপারিশ৷  কাছাড় ক্যানসার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকলে ওইসবের প্রয়োজন পড়ে না৷ কোনও শর্ত ছাড়াই রক্ত দেওয়া হয়৷

রবিবার আর্ট অব লিভিং এবং তারাপুর মদনমোহন আখড়ার যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ পদ্মশ্রী এবং রমন ম্যাগসেসেতে সম্মানিত ডা. কান্নান এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷  এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আখড়া পরিচালন সমিতির সভাপতি শিবব্রত দত্ত৷ তিনি নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, “কবেই ৬৫ পেরিয়েছি৷ তাই এখন আর রক্ত দিতে পারি না৷ যতদিন পেরেছি, নিয়মিত দিয়েছি৷ অন্তত ৬০ বার রক্ত দিয়েছি৷ তাই আমার কোনও শারীরিক সমস্যা নেই৷ ওষুধ খেতে হয় না৷”  তাই তাঁর পরামর্শ, নিজেকে সুস্থ রাখতে নিয়মিত রক্তদান করুন৷

কাছাড় ক্যানসার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কারিগরি সহযোগিতায় ওই শিবিরে মোট ১৯জন রক্তদান করেন৷ আরও পাঁচ-ছয়জন রক্ত দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও বিভিন্ন কারণে তাদের রক্ত নেওয়া সম্ভব হয়নি৷

সকলের উদ্দেশে ক্যানসার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তীর আহ্বান, নিজেকে ভালবাসুন, সমাজকে ভালবাসুন, আর রক্তদানের মাধ্যমে সেই ভালবাসা প্রকাশ করুন৷

ডিরেক্টর ডা. রবি কান্নান এবং প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তীকে কাছাড় ক্যানসার হাসপাতালের মূল চালিকাশক্তি বলে অভিহিত করে আর্ট অব লিভিং এবং মদনমোহন আখড়া পরিচালন সমিতি তাঁদের বিশেষ ভাবে সম্মানিত করে৷ ডা. কান্নানকে আখড়ার পক্ষ থেকে শাল পরিয়ে দেওয়া হয়, আর্ট অব লিভিংয়ের পক্ষ থেকে দেওয়া হয় স্মারক৷ কাছাড় ক্যানসার হাসপাতাল এবং মদনমোহন আখড়াকেও তারা স্মারক প্রদান করে৷ আর্ট অব লিভিঙের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কঙ্কনা নাথ ও অভীক ভট্টাচার্য৷ মদনমোহন আখড়া পরিচালন সমিতির অন্তু দত্তও উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন আর্ট অব লিভিঙের প্রশিক্ষক শতাক্ষী ভট্টাচার্য৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker