Barak UpdatesHappeningsBreaking News
আরোগ্যমিত্র নিয়োগে বরাকের প্রার্থীদের অসমিয়া নয়, বাংলাই জানতে হবে
14 সেপ্টেম্বরঃ আরোগ্যমিত্র ও প্রধানমন্ত্রী আরোগ্যমিত্র নিয়োগে প্রার্থীদের ইংরেজি, হিন্দি ও অসমিয়া জানা বাধ্যতামূলক বলে বিজ্ঞাপন প্রকাশের পর বরাক উপত্যকায় প্রতিক্রিয়া দেখা দেয়। সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এনএইচএম ডিরেক্টর ডা. এস লক্ষ্মণনের সঙ্গে যোগায়োগ করা হয়, স্মারকলিপি পাঠানো হয় স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকেও। এর পরই বঙ্গ সাহিত্যের সভাপতি নীতীশ ভট্টাচার্য ও প্রবীণ নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপকুমার দে-কে লক্ষ্মণন ফোনে জানান, সরকারি ভাষা অনুসারে বরাক উপত্যকার প্রার্থীদের ইংরেজি, হিন্দির সঙ্গে বাংলা জানা আবশ্যক। শীঘ্র সংশোধিত বিজ্ঞাপন প্রকাশিত হবে বলেই তিনি তাঁদের আশ্বস্ত করেন।
এই খবরে বরাক উপত্যকার চাকরিপ্রার্থীরা স্বস্তিবোধ করেন। কারণ অসমিয়া জানা বাধ্যতামূলক হলে এই উপত্যকার অনেকের পক্ষে আবেদন করাই সম্ভব হতো না।