Barak UpdatesHappeningsBreaking News

আরিয়ান ট্যালেন্ট হান্ট রবিবার, ২০ লক্ষ টাকার স্কলারশিপ

ওয়েটুবরাক, ৩০ মার্চঃ গত বছরের মতো এ বারও আরিয়ান ট্যালেন্ট হান্টের আয়োজন করেছে শিলচরের আরিয়ান সিনিয়র সেকেন্ডারি  স্কুল। এ বারের অনুষ্ঠান হবে আগামী রবিবার।  সে জন্য অনলাইনে নাম লেখানো হচ্ছে। রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা।  স্কুলের অধ্যক্ষা সৃজিতা চক্রবর্তী জানান, তাঁদের রাঙ্গিরখাড়ি স্থিত স্কুল চত্বরে রবিবার বেলা এগারোটায় দশম শ্রেণির পড়ুয়াদের এই টেস্ট শুরু হবে। সেরা তিনজনকে একশো শতাংশ স্কলারশিপ প্রদান করা হবে। অর্থাত আরিয়ান জুনিয়র কলেজে ভর্তির জন্য তাদের কোনও মাশুল লাগবে না।  চতুর্থ থেকে দশম স্থানাধিকারীরা পাবে নব্বই শতাংশ ছাড়। এ ছাড়া এগারো থেকে পঁচিশ নম্বরে থাকা প্রত্যেকে পাবে ভর্তিমাশুলের পঞ্চাশ শতাংশ ভর্তুকি।  ছাব্বিশ থেকে  পঞ্চাশ স্থানাধিকারীরা পাবেন ভর্তি মাশুলের  ২০ শতাংশ ছাড় ।  এ ছাড়া, একই পরীক্ষায় সেরা দশজনকে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্টে বসার জন্য একশো শতাংশ ভর্তুকিতে প্রশিক্ষণ দেওয়া হবে।  ১১ থেকে ২০ নম্বর পর্যন্ত স্থানাধিকারীরা ইচ্ছে করলে পঞ্চাশ শতাংশ মাশুলে তাদের প্রতিষ্ঠানে কোচিং নিতে পারবে।

সাংবাদিক সম্মেলন ডেকে এই সব তথ্য জানান আরিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সৃজিতা চক্রবর্তী ও সঞ্চালক ড. জয়াশিস মজুমদার। তাঁরা বলেন, ২০০৭ সালে তাঁদের স্কুলের যাত্রা শুরু। প্রথম দিন থেকে তারা এই অঞ্চলে শিক্ষার প্রকৃত বিকাশের জন্য প্রয়াস নিয়ে চলেছেন। দেশের অন্য অঞ্চলের তুলনায় বরাক উপত্যকা যে মেধায় পিছিয়ে নেই, তা প্রমাণ করতে পারলেই আমাদের এই চেষ্টা সফল হবে। তাঁদের আক্ষেপ, ছাত্রছাত্রীরা যাই হোক, অভিভাবকদের মধ্যে সন্তানের বিকাশের ব্যাপারে সচেতনতা একেবারে কম। নিজের ছেলেমেয়েদের ব্যাপারে কথা বলার জন্য ডাকলেও তাদের পাওয়া যায় না।

ড. মজুমদারের কথায়, শহরের চেয়ে গ্রামের ছেলেমেয়েরা তাদের প্রতিষ্ঠানে বেশি করে ভর্তি হয়। তাদের ঘষামাজা করেই আরিয়ান শিক্ষকরা যে কোনও ধরনের প্রতিযোগিতার উপযোগী করে তোলেন। গত বছর কলা বিভাগে বরাক উপত্যকার টপার আরিয়ানেরই ছাত্র বলে জানান তিনি।

স্কুলের সচিব অলকেশ নাথ বলেন, ট্যালেন্ট হান্টে শুধু যে সেরা পঞ্চাশজনকেই স্কলারশিপ দেওয়া হবে, তা নয়। যারাই পরীক্ষায় বসবে, তাদের সকলকেই অন্তত কিছু হলেও স্কলারশিপ প্রদান করা হবে। টালেন্ট হান্টের প্রশ্নের ধরন সম্পর্কে স্কুলের রসায়ন বিভাগের প্রধান মিঠুন দেবনাথ জানান, একশো নম্বরের পরীক্ষা হবে।  ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, সমাজবিদ্যা এবং সাধারণ জ্ঞান এই পাঁচ বিভাগে প্রশ্ন থাকবে।  উত্তর দিতে হবে ওএমআর শিটে । অনলাইনে আবেদন ছাড়াও পরীক্ষার দিন রেজিস্ট্রেশন করে সঙ্গে সঙ্গেও পরীক্ষায় বসা যাবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker