Barak UpdatesHappeningsBreaking News

আরজি কাণ্ড : মমতার কুশপুতুল পোড়াতে গেলে শিলচরে তৃণমূল-এবিভিপি হাতাহাতি

ওয়েটুবরাক, ১৭ অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদী কর্মসূচিতেই শনিবার হাতাহাতিতে জড়াল দুই পক্ষ৷

দুপুরে শিলচরে মিছিল বার করে এবিভিপি৷ আচমকা রওয়ানা হয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দিকে৷ হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল ৷ তাদের অফিসের সামনে গিয়ে মমতার কুশপুতুল পোড়াতে গেলেই বিবাদ বাঁধে৷ জেলা সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে তৃণমূল কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে এবিভিপির আন্দোলনকারীদের বাধা দেয়৷ দুইপক্ষে বচসা বাঁধে, শুরু হয় হাতাহাতি৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ কুশপুতুল কেড়ে নেন সদর থানার ওসি অমৃত সিং৷ পরে এবিভিপি কিছুসময় বিক্ষোভ দেখিয়ে চলে যায়৷ তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে৷

তৃণমূল নেতা রাজেশ দেব, সজল বণিকরা বলেন, এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করা অনুচিত৷ চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে সবাই সামিল হচ্ছেন৷ তৃণমূলের নেতা-কর্মীরাও অরাজনৈতিক ওই সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন৷ এবিভিপি নেতাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, মণিপুরের ঘটনা নিয়ে এবিভিপি নীরব কেন? আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ টেনে তাঁরা জানতে চান, এখানে কার আমলে এইসব হচ্ছে৷ ওইসব নিয়ে নীরব কেন এবিভিপি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker