ওয়েটুবরাক, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএমজেওয়াই)-র অধীনে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে সুফল পেলেন কাছাড় জেলার ৩০৮৪৬ জন। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীকে উপলক্ষ করে সোমবার জেলার ১৬২টি জিপিতে একযোগে গ্রামসভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় সরকার গৃহীত চলতি “আয়ুষ্মান ভব কর্মসূচি”র অধীনে আয়ুষ্মান ভারতে কী কী সুবিধা রয়েছে এবং এসবের সুফল নিতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াস করা হয়। প্রতিটি সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। সভাগুলোতে স্বাস্থ্য বিষয়ে বিনামূল্যে সরকারি নানা কর্মসূচির তথ্য উপস্থাপন করা হয়। বিশেষ করে আয়ুষ্মান কার্ড যেন সবাই সঠিকভাবে ব্যবহার করতে পারেন সে ব্যাপারে প্রয়াস চালানো হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চলতি বছরে জেলার সুফল পাওয়া ৩০৮৪৬ জনের মধ্যে চিকিৎসায় সবচাইতে বেশি সুযোগ পেয়েছেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তথ্য মতে ১৫৪০২ জন রোগী এই কার্ডের সহায়তায় শিলচর মেডিক্যালে চিকিৎসা করিয়েছেন। কাছাড় ক্যান্সার হাসপাতালে এর সংখ্যা ৭৭৩৩ জন। ২৫৬১ জন শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল সিভিল হাসপাতালে। বাদ বাকি জেলার অন্যান্য সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এর সুফল পেয়েছেন। এদিনের গ্রামসভাগুলিতে সংশ্লিষ্ট জিপির জনপ্রতিনিধি, এলাকার বিধায়ক, জেলাশাসক, স্বাস্থ্য বিভাগের ব্লক ও জেলা স্তরের কর্মী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের বিভিন্ন অনুষ্ঠানে আয়ুষ্মান ভারতের কার্ডও সংশ্লিষ্ট হিতাধিকারীদের মধ্যে বন্টন করা হয়।