India & World UpdatesHappeningsCulture

“আমরা স্বামী-স্ত্রীর মতই থাকতাম”, সুশান্তের মৃত্যুর পরে প্রথম মুখ খুললেন রিয়া

২৮ আগস্টঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে প্রথম মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন ‘ইন্ডিয়া টুডে’ চ্যানেলে।

রিয়া ওই সাক্ষাৎকারে বলেন, “আমাকে নিয়ে অবশ্য এখন যে যা পারছে লিখছে। সুশান্তের কোম্পানিতে আমার ও আমার ভাই শৌভিকের ভূমিকা ঘিরে নানা গুজব ছড়িয়েছে। আসলে সুশান্ত শৌভিককে এত ভালবাসত যে, আমরা বলতাম আমার ভাই আমার সতিন। সুশান্তের জেদেই আমাদের ইতালি ট্রিপে শৌভিক গিয়ে যোগ দিয়েছিল। আর এই ভালবাসার জন্যই সুশান্ত আমাদের দু’জনকে ওর ড্রিম প্রজেক্টের সঙ্গে যুক্ত করে।” রিয়া জানান, রিলেটিক্স কোম্পানির জন্য তিনি আর তাঁর ভাই সমান টাকা সুশান্তকে দিয়েছিলেন। সকলের এতে ৩৩.৩৩ শতাংশ টাকা দিতে হয়েছিল৷ ভাইয়ের টাকা তিনিই তার ব্যাঙ্কে ট্রান্সফার করেছিলেন।

রিয়া বলেন, “সুশান্ত হাই লিভিং-এ বিশ্বাস করত। আমার ফ্যাশন শুটের জন্য প্যারিসে যাওয়ার সময় কোম্পানিই যাতায়াত, থাকা-খাওয়ার সব খরচ দিতে চেয়েছিল। সুশান্ত সে সব বাতিল করে বিজনেস ক্লাসে টিকিট কাটে। ইউরোপ ট্রিপ প্ল্যান করে।  হোটেলের খরচ নিজেই দিল।” রিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেউ কেউ বলছে, আমি ওর টাকায় চলেছি। এ কী রকম কথা।আমরা তো স্বামী-স্ত্রীর মতোই থাকতাম। সেই ভাবেই সুশান্ত খরচ করত।”

রিয়া বলেন, বেশ অনেক দিন আগে বন্ধুদের সঙ্গে তাইল্যান্ড বেড়াতে গিয়ে ৭০ লাখ টাকা খরচ করেছিলেন সুশান্ত। প্রাইভেট জেট নিয়ে গিয়েছিলেন। রিয়া প্রশ্ন করেন, “তাহলে ওই তাইল্যান্ড ট্রিপ নিয়েও কি বলা হবে, ওর বন্ধুরা জোর করে ওর টাকা নিয়েছিল? তা হলে আমার ক্ষেত্রে কেন বলা হচ্ছে?”রিয়া আরও বলেন, ‘‘আমরা যখন ইউরোপে বেড়াতে যাচ্ছিলাম তখন সুশান্ত বলে, যে ও ফ্লাইটে বসে থাকতে ভয় পায়। তার জন্য ও একটি ওষুধ নিয়েছিল৷ যার নাম ‘মোডাফিনিল’৷ ফ্লাইটে চড়ার আগে সুশান্ত সেই ওষুধ খায়৷ ওষুধটা সুশান্তের সঙ্গে সারাক্ষণ থাকত।’’

পরে প্যারিসে পৌঁছনোর পর রিয়া দেখেন, সুশান্ত তিন দিন ঘর থেকেই বেরোয়নি। এতে তাঁর মন খারাপ হয়ে যায়৷ কারণ তিনি চেয়েছিলেন ঘুরে বেড়াতে৷ তবে সুইৎজারল্যান্ডে পৌঁছে খুশি ছিলেন সুশান্ত, জানান রিয়া। ইতালিতে পৌঁছে আবার ঘর ছেড়ে যেতে চান না।রিয়া জানিয়েছেন, ২০১৩ সালে এটি ঘটে। তারপর থেকে শুরু হয় হতাশা৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker