Barak Updates
আমরা মন্ত্রী থাকতে এত কাজ করতে পারিনি, ভোল পাল্টালেন গৌতম
১০ আগস্টঃ কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েই ভোল পাল্টে নিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র-রাজ্যের বিজেপি সরকারের কাজকর্মের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তাঁর বিজেপিতে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া দলটির সদস্যপদ নেবেন। এর আগেই তিনি শুনিয়ে দেন, মোদীর নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, তা বরাক উপত্যকাতেই তিনি দেখতে পাচ্ছেন। তাঁর খোলামেলা মন্তব্য, আমরা মন্ত্রী থাকতেও এত কাজ করতে পারিনি, যতটা এখন চলছে।
দলত্যাগের প্রাথমিক কারণ হিসেবে গৌতমবাবু উল্লেখ করেন, ৩০ বছর ধরে তিনি হিন্দু ভোটেই জিতেছেন। মন্ত্রী হয়েছেন। এখন তাঁরা সবাই বিজেপি-র দিকে ঝুঁকেছেন। ফলে তাঁর একার কংগ্রেসে থেকে যাওয়া অর্থহীন। এ ছাড়া, কংগ্রেসের অবস্থা দেখে এখন আর তাঁর ভালো লাগে না। গৌতমবাবুর কথায়, বাবার আমলের কংগ্রেস এখন আর নেই।
তিনি বলেন, তাঁর বদলের মধ্যে ভিন্ন গন্ধ শোঁকার মানে নেই। কারণ অনেকে দলত্যাগ করেন মন্ত্রী-বিধায়ক হওয়ার আশায়। কিন্তু তাঁর সে সব চাওয়ার নেই।