India & World UpdatesHappeningsBreaking News

আমফানের প্রকোপ শুরু ওডিশায়, ১০০ কিমি বেগে বইছে বাতাস

২০ মে : বঙ্গোপসাগরের উপর থেকে প্রবল বেগে স্থলভাগের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। বুধবার সকালেই পারাদ্বীপ থেকে মাত্র ১৫৫ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে সাইক্লোন৷ ফলে এ দিন সকাল থেকেই ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে ঝড়ের তাণ্ডব৷ বালাসোর, পারাদ্বীপ, বালেশ্বর, চাঁদিপুরের মতো বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে৷ সমু্দ্রেও শুরু হয়ে গিয়েছে জলস্ফীতি৷ আমফানের সতর্কতায় আগেভাগেই ব্যবস্থা নিয়েছে ওড়িশা প্রশাসন৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷ অন্তত দশটি জেলায় জারি হয়েছে সতর্কতা৷

Rananuj

এ দিকে বুধবার সকাল থেকেই পারাদ্বীপে ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগে ঝড় শুরু হয়েছে৷ আমফান যত এগিয়ে আসছে, ততই বাড়ছে হাওয়ার গতি৷ ওড়িশার চাঁদিপুরে সমুদ্রে জলস্ফীতি দেখা গিয়েছে৷ ভদ্রকের মতো বিভিন্ন এলাকায় চলছে টানা বৃষ্টি৷ আমফানের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমেও। সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে৷ সঙ্গে বইছে ঝড়ো হাওয়া৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে এই সুপার সাইক্লোন৷ পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়৷ ওড়িশার তুলনায় পশ্চিমবঙ্গেই এই ঝড়ের আঘাত হানার সম্ভাবনা অনেকটা বেশি৷ স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিবেগ থাকতে পারে আমফানের৷ সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker