NE UpdatesBarak UpdatesHappenings

আবর্জনায় আগুন দেবেন না, ত্রিপুরায় নিষেধাজ্ঞা

ওয়েটুবরাক, ২৩ মার্চ : রাস্তাঘাটের জঞ্জাল বা বাড়িঘরের বর্জ্য পদার্থ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ত্রিপুরা সরকার৷ কেউ তা অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দিয়েছেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷

Rananuj

উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে গুয়াহাটি ও ত্রিপুরার বায়ু সবচেয়ে দূষিত৷ এক সমীক্ষায় তা প্রকাশ পেতেই বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দেয়৷ সিপিএম বিধায়ক নারায়ণ চৌধুরী বুধবার এ ব্যাপারে সরকারের বক্তব্য জানতে চান৷ এর পরই জিষ্ণু জানান, তাঁরা আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করে চলেছেন৷ যানবাহনে পেট্রল-ডিজেলের বদলে সিএনজি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে৷
এ ছাড়াও সাম্প্রতিক সমীক্ষা দেখেও কিছু পরিকল্পনা করা হচ্ছে৷ এর মধ্যে রয়েছে, স্থানে স্থানে বায়ুর গুণাগুণ পরিমাপের জন্য এয়ার কোয়ালিটি স্টেশন তৈরি, জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেববর্মা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker