India & World UpdatesHappeningsSportsBreaking News
আফগানদের কাছে পরাস্ত পাকিস্তান
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর : সোমবার চেন্নাইয়ে মুখোমুখি হয় পাকিস্তান এবং আফগানিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দেন জাদরানেরা। ম্যাচের সেরাও হন তিনি। সেই পুরস্কার হাতে নিয়ে ইব্রাহিম জাদরান বলেন, “বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভাল খেলতে পেরে আমি উচ্ছ্বসিত। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়া জন্য। আমি চেয়েছিলাম ক্রিজে থেকে অনেক ক্ষণ ব্যাট করতে। সেটা করতে পেরে আমার নিজের ভাল লাগছে। দেশের জন্যেও আমি খুশি।” সেই সঙ্গে তিনি যোগ করেন যে, ম্যাচের সেরার পুরস্কার তিনি উৎসর্গ করতে চান উদ্বাস্তুদের, যাঁদের পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়েছে। জাদরান বলেন, “আমি এই পুরস্কার সেই সব মানুষকে উৎসর্গ করতে চাই, যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
পাকিস্তান থেকে অনেক আফগানকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট ৫১ হাজার আফগানকে পাকিস্তান থেকে এখনও পর্যন্ত বার করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এঁদের কারও নাগরিকত্বের কাগজ নেই বলে জানা গিয়েছে। ১ নভেম্বর থেকে শুধু মাত্র পাসপোর্ট রয়েছে মানুষেরাই পাকিস্তানের সীমানা পার করতে পারবে বলে জানানো হয়েছে।
এক দিনের ক্রিকেটে প্রথম বার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। ৮ উইকেটে ম্যাচ জিতে পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ কঠিন করে দিয়েছে তারা।