NE UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আসামে, মউ স্বাক্ষর
গুয়াহাটি, ১৪ জুলাই : মহাত্মা গান্ধী হিন্দি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস আসামে স্থাপন করা হবে। শুক্রবার হিন্দি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আসাম সরকারের উচ্চ শিক্ষা বিভাগের মধ্যে এ সংক্রান্ত একটি মউ স্বাক্ষর হয়েছে। গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্রের শ্রী মাধব দেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বর্তমানে আসাম টেক্সটাইল ইনস্টিটিউট এর ক্যাম্পাসে অস্থায়ীভাবে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাজকর্ম পরিচালনা করা হবে। যেখানে উচ্চ শিক্ষা প্রদানের ক্ষেত্রে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষার প্রচার-প্রসার ও গবেষণার সুব্যবস্থা থাকবে। এই অনুষ্ঠানে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রজনীশ কুমার শুক্লা, শিক্ষা মন্ত্রী রণোজ পেগু, শিক্ষা বিভাগের উপদেষ্টা ডঃ ননীগোপাল মহন্ত, উচ্চশিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোওর, কারিগরি শিক্ষা বিভাগের সঞ্চালক ধ্রুবজ্যোতি বরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে উপাচার্য রজনীশ কুমার শুক্লা বলেন, মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়ের আসাম ক্যাম্পাসে অসমীয়া মাধ্যমে একটি গণসংযোগ পাঠ্যক্রম এর সূচনা করা হবে।