Barak UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক সীমান্তে সূর্যাস্তের পর চলাচল নিষিদ্ধ
ওয়েটুবরাক, ৩১ মার্চঃ কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জেলার সীমান্ত দিয়ে জিনিসপত্র ও গবাদি পশু ইত্যাদির আদানপ্রদানের মত ঘটনার আশংকায় ১৪৪ ধারার অধীনে কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
এই নিষেধাজ্ঞা অনুযায়ী সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত কেউ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার এক কিলোমিটার এলাকায় চলাচল করতে পারবেন না। ওই সময়ে সুরমা নদী দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সুরমা নদীতে মাছ ধরার জন্য নৌকা নিয়ে যাওয়া চলবে না। প্রয়োজনে কাটিগড়ার সার্কল অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং সেটি কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট এবং ধলছড়ায় থাকা বিএসএফের প্রথম ব্যাটেলিয়নের কমান্ডেন্ট দ্বারা প্রত্যয়িত করতে হবে। সীমান্তে কোনও ধরনের যানবাহন, ঠেলা, রিক্সা ইত্যাদি দিয়ে চিনি, চাল, গম, ভোজ্য তেল, কেরোসিন, লবণ ইত্যাদি জিনিস বহন করা চলবে না। প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সীমান্তের ৫ কিলোমিটার এলাকায় এই আদেশ বলবৎ থাকবে।
তবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীদের কর্ত্যবের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না। আজ থেকে আগামী দুমাস পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।