India & World UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক যোগ দিবসে যোগ অ্যাপ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
২১ জুন : আজ আন্তর্জাতিক যোগ দিবস। সারা পৃথিবী জুড়ে দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে এ বার যোগ দিবস পালনের থিম ‘সুস্থতার জন্য যোগ ব্যায়াম’। আজ সকালে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বড় ঘোষণা করেন। প্রধানমন্ত্রী যোগ অ্যাপ ‘এম যোগা’ চালু করার কথা ঘোষণা করেন। এই অনুষ্ঠানে ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’-র উপরও জোর দেন প্রধানমন্ত্রী।
এই অ্যাপের মধ্যে বিভিন্ন ভাষায় যোগাভ্যাসের বিস্তারিত তথ্য থাকবে। একাধিক প্রশিক্ষক সেখানে যোগাসন শেখাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই অ্যাপকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ভারত। এম-যোগা অ্যাপ তৈরি করা হয়েছে। বিশ্বের দরবারে যোগাসনকে পৌঁছে দিতে এই অ্যাপে বিভিন্ন ভাষায় যোগা প্রশিক্ষণের ভিডিও থাকবে। এই অ্যাপ এক বিশ্ব, এক স্বাস্থ্যের লক্ষ্যকে পূরণ করবে।”
Addressing the #YogaDay programme. https://t.co/tHrldDlX5c
— Narendra Modi (@narendramodi) June 21, 2021
সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস হিসবে বার্তা দেওয়ার সময় করোনা পরিস্থিতির মধ্যে যোগের গুরুত্বের কথা উল্লেখ করেন মোদি। বলেন, “করোনার বিরুদ্ধে যখন কোনও দেশ তৈরি ছিল না, তখন আমাদের দেশে যোগ মানুষের মনে শক্তি জুগিয়েছে। যোগ যে শুধু শারীরিক সুস্থতা বাড়ায়, এমন নয়। এটি মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখে। আজ যখন গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, তখন যোগব্যায়াম একটি আশার আলো হয়ে উঠে এসেছে। দু’বছর ধরে ভারত বা বিশ্বের কোথাও কোনও বড় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। কিন্তু, যোগাসনের প্রতি মানুষের উত্সাহ একটুও কমেনি।”
তিনি বলেন, “চিকিত্সা বিজ্ঞানেও এখন যোগার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিত্সকরাও আজ রোগীদের সুস্থ করতে যোগব্যায়ামের পরামর্শ দিচ্ছেন। হাসপাতালে চিকিত্সক, নার্সরা অনুলোম বিলোম শেখাচ্ছেন, এমন দৃশ্যও দেখা গিয়েছে। বিশ্বমানের বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অনুশীলনগুলি শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াকে আরও ভাল করে তোলে।” সব শেষে প্রতিটি দেশের, প্রতিটি অঞ্চলের মানুষের সুস্থতার কামনা করেছেন তিনি।