Barak UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক নারী দিবসে তিন মহিলাকে নিরাময়ের সংবর্ধনা
ওয়েটুবরাক, ৯ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস পালন করল নিরাময় ট্রাস্ট। ৮ মার্চ সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তিন মহিলাকে সম্মান জানিয়েছে ‘শিলচর নিরাময় ট্রাস্ট ও স্কুল অব যোগ’। পদস্থ প্রশাসনিক আধিকারিক ছাড়াও প্রচারের আলোয় না থাকা দু’জন ছিলেন সংবর্ধনাপ্রাপকদের মধ্যে।
ওই দিন প্রথমে নিরাময়-এর প্রতিনিধিরা কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে যান। সম্মান-স্মারক তুলে দেন জেলাশাসক কীর্তি জল্লির হাতে। তাঁকে উত্তরীয়ও পরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে কাছাড়ে নিজের প্রশাসনিক কাজকর্মে আমজনতাকে অনেকটাই প্রভাবিত করেছেন বর্তমান ডিসি কীর্তি। নিরাময়ের সমাজ সচেতন ভাবনারও কদর করেন জেলাশাসক।
তারপর ট্রাস্টের কর্মকর্তারা রিতা দাস ও কল্যাণী চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁদের দু’জনকে সম্মান জানান।
উল্লেখ্য, রিতা দাস হলেন প্রয়াত শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ চন্দ্রশেখর দাসের স্ত্রী। অন্যদিকে যুগশঙ্খের প্রয়াত নির্বাহী সঞ্চালক নীলোৎপল চৌধুরীর স্ত্রী ও সঞ্চালক নীলাক্ষ চৌধুরীর মা কল্যাণী । দু’জনই প্রচারবিমুখ। অথচ, বহু কাজ করে যাচ্ছেন নীরবে। উত্তরীয় পরিয়ে ও স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয় এই দুই প্রবীণ মহিলা সমাজ কর্মীকে।
সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন নিরাময়-এর চেয়ারম্যান ডা: অজিতকুমার ভট্টাচার্য, সচিব শতাক্ষী ভট্টাচার্য, টেকনিক্যাল এক্সপার্ট ড. তুহিন দেশমুখ্য ও হিউম্যান রিসোর্স বিভাগের অসীম ভট্টাচার্য।