Barak UpdatesHappeningsBreaking News
আনুষ্ঠানিকতা সম্পন্ন, কলেজের ভর্তিও এ বার থেকে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে
ওয়েটুবরাক, ১৫ জুনঃ অ্যাপ্লিকেশন থেকে মাইগ্রেশন সবকিছু এক জায়গায় নথিভুক্ত রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার নতুন এক পোর্টালের সূচনা করল আসাম বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথের হাতে এর আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয়। কোভিড আবহে এখন অনেক ক্ষেত্রেই পারস্পরিক সাক্ষাৎ সম্ভব হয় না। সে জন্যই এই ধরনের এক পোর্টাল জরুরি হয়ে পড়েছিল। তাই এর উদ্বোধনী পর্বও অনলাইনেই অনুষ্ঠিত হয়। শুধু উপাচার্য অধ্যাপক নাথ, কন্ট্রোলার ড. সুপ্রবীর দত্তরায়, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর ড. জয়ন্ত ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি অংশ নেন সহকারী উপাচার্য (ডিফু ক্যাম্পাস) অধ্যাপক শিবাশিস বিশ্বাস, প্রজেক্ট চেয়ারম্যান অধ্যাপক সুদীপ্ত রায়, বিএড অ্যাডমিশন কমিটির প্রধান অধ্যাপিকা গীতিকা বাগচী প্রমুখ।
মূলত আসাম বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিএড কলেজগুলির ভর্তি প্রক্রিয়া দিয়েই পোর্টালটির যাত্রা হয়। বিএড কোর্সে ভর্তির জন্য আগামী ৩০ জুনের মধ্যে আবেদন জানাতে হবে। ভর্তি পরীক্ষাও এই পোর্টালের মাধ্যমেই হবে। একইভাবে হবে ভর্তি, ফি জমা ইত্যাদি। পরবর্তী সময়ে যখন অন্যান্য কলেজে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে, তখনও একই ভাবে তা সম্পন্ন করা হবে। আবেদনকারীদের সমস্ত ডাটা একেবারে শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে সুরক্ষিত থাকবে।
উপাচার্য অধ্যাপক নাথ জানান, একই ভাবে বিশ্ববিদ্যালয়ের শিলচর বা ডিফু ক্যাম্পাসের ভর্তিতেও এই পোর্টাল ব্যবহৃত হবে। তিনি শুরুতেই জানিয়ে রাখেন, পোর্টালে প্রথমদিকে কিছু সমস্যা থাকতে পারে, সেগুলি শোধরে নিয়েই একটা নিখুঁত পোর্টাল তৈরি করতে হবে। ছাত্রছাত্রীদের কাছে এই পদ্ধতি বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলেই আশা করছেন উপাচার্য।
প্রজেক্ট চেয়ারম্যান অধ্যাপক সুদীপ্ত রায় জানান, গত বছরই উপাচার্য এই ধরনের একটি পোর্টাল তৈরির কথা বলেছিলেন। শেষপর্যন্ত দুইমাস আগে সফটওয়ার তৈরি শুরু হয়ে যায়। তিনি বলেন, শুধু ভর্তি প্রক্রিয়াই নয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং ফিনান্সিয়াল রিপোর্টও এখানে থাকবে।
কন্ট্রোলার ড. দত্তরায়ের কথায়, এক ছাত্র একাধিক কলেজ বা কোর্সে আবেদন জানাতে পারে। তবে একটিতে মনোনীত হওয়ার পর অন্য আবেদনগুলি নিজে থেকে বাতিল হয়ে যাবে। তাতে সুবিধের জায়গাটা হল, আগে এক ছাত্র বিভিন্ন কলেজে ভর্তি হতো। শেষে এক জায়গায়ই যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিত, বাকি আসনগুলি ফাঁকাই পড়ে থাকত। নতুন পোর্টালে পড়ে থাকার ব্যাপার নেই। ফলে বেশি ছাত্র ভর্তির সুযোগ পাবে। বিষয় বাছাইয়েও পোর্টাল সহায়ক হবে। কোনও দুই বিষয় একসঙ্গে পড়া না গেলে তা সফটওয়ারই জানিয়ে দেবে। ফলে বিষয় বাছাই নিয়ে পরে যন্ত্রণার আশঙ্কা নেই।
পোর্টালটির লিংক https://ausexamination.ac.in/admission