Barak UpdatesHappeningsSportsBreaking News
আধুনিক শিলচর গড়ার বার্তা দিয়ে শেষ হলো সায়ন্তন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
ওয়েটুবরাক, ১৪ জানুয়ারি : যুব দিবসে মেহেরপুরের সিটি স্পোর্টস ক্লাবের টার্ফে গোটা দিন ধরে আয়োজিত হল সায়ন্তন মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। এতে যোগদান করে শিলচরের বিভিন্ন এনজিও এবং ক্লাব, যারা বিভিন্নভাবে সমাজের কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ টার্ফ জুড়ে ছিল থাউজেন্ড সায়ন্তনের শিলচর সম্বন্ধীয় বিভিন্ন দাবির একাধিক ব্যানার৷ যেমন শিলচর মেডিক্যালে ২৫৬ স্লাইস সিটি স্ক্যান, টাটা ক্যান্সার হাসপাতালে প্যাট-সিটি স্ক্যান, শিলচর মেডিক্যালকে সুপার স্পেশালিটি হাসপাতাল বানানো, সিভিল হাসপাতালের আধুনিকীকরণের কাজ দ্রুত সম্পন্ন করা, বৃহত্তর শিলচরকে স্মার্ট সিটি বানানো, বরাকে ইন্ডাস্ট্রি আইটি স্থাপন প্রভৃতি আরও অনেক দাবি। তারা বলেছেন, তারা চান যোগদানকারী সব এনজিও এবং শিলচরের আরো সব এনজিওসদের সঙ্গে হাতে হাত ধরে আগামীর নতুন শিলচর গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চান। অভিনব এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় বিবেকানন্দের বাণী পাঠ করে। ক্রিকেট টুর্নামেন্টে যোগদানকারী দলরা ছিলেন ধাগা, জয় রাধে সেবা সমিতি, ত্রিবেণী, আহ্বান, ফ্রেন্ডস অফ দি আর্থ রবিন হুড আর্মি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, আশীর্বাদ ক্লাব, মধ্য শহর সাংস্কৃতিক সমিতি, অ্যাপেলো ক্লাব। ফাইনাল হয় আহ্বান এবং ফ্রেন্ডস অফ আর্থ এনজিওর মধ্যে। ফ্রেন্ড সব আর্থ বিজয়ী হন। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে মাঠে আসেন শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, কার্ডিওলজিস্ট ডাক্তার তীর্থঙ্কর রায়, নিউরোসার্জন ডাক্তার সম্বুদ্ধ ধর, শান্তনু রায়, সঞ্জয় রায় এবং আরো বিশিষ্টজনেরা।
বিধায়ক, ডাক্তার, শহরের বিশিষ্টজনরা এবং থাউজেন্ড সায়ন্তনের সদস্যদের মিলিত এক্সিবিশন ম্যাচ সবার মন কাড়ে। এক্সিবিশন ম্যাচের বার্তা ছিল ইউনিটি এবং ফিটনেস। রাত আনুমানিক দশটায় শুরু হয় ফাইনাল ম্যাচ। ফাইনালের পর বিজয়ী দল, রানার্স দল, বেস্ট বোলার, ম্যান অফ দ্যা ম্যাচ ইত্যাদি পুরস্কার থাউজেন্ড সায়ন্তনের পক্ষে তুলে দেন মাঠে উপস্থিত শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, থাউজেন্ড সায়ন্তনের মেন্টার সৌমিত্র শংকর চৌধুরী, থাউজেন্ড সায়ন্তনের সভাপতি সন্টু চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়াবিদ প্রীতম দাস, উপস্থিত বিশিষ্টজনেরা এবং থাউজেন্ড সায়ন্তনের সদস্যরা। খেলার শেষে থাউজেন্ড সায়ন্তন এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় খান জুয়েলার্স, রেডি টু ইট সিদল চাটনি, পোদ্দার টয়োটা, গো ফ্রেসি, সাহা’জ প্রভৃতি প্রতিষ্ঠানকে এবং আরো যারা সায়ন্তন মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে।