NE UpdatesAnalyticsBreaking News
আদালতে গরহাজির হাজেলা, মধ্যপ্রদেশের সংবাদপত্রে নোটিশ ছাপার নির্দেশ বিচারপতির
গুয়াহাটি, ১৮ নভেম্বর : সমন জারি করা সত্ত্বেও আসেননি হাজেলা। এই অবস্থায় তাঁর বিরুদ্ধে উত্থাপিত এনআরসি জালিয়াতি মামলার শুনানির পরবর্তী তারিখ স্থির হয়েছে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি। জাতীয় নাগরিকপঞ্জি উন্নীতকরণের নামে আসামে হওয়া বেলাগাম কেলেঙ্কারি সম্পর্কিত দায়ের করা এক মামলার জন্য আদালত প্রতীক হাজেলাকে সমন পাঠিয়েছিল।
উল্লেখ্য, ক্যাগ-এর প্রতিবেদনের ভিত্তিতে সাংস্কৃতিক কর্মী লুইত কুমার বর্মণ কামরূপ মহানগর জেলা ও দায়রা জজের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। এনআরসির নামে হওয়া ব্যাপক দুর্নীতির বিষয়ে ক্যাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল এবং তার ভিত্তিতেই লুইত কুমার বর্মণ মামলাটি দায়ের করেছিলেন।
কামরূপ মেট্রোর অ্যাডিশনাল সেশন জজ নং ১ এস কে ঘোষ ১৭ নভেম্বর এই মামলার শুনানি গ্রহণ করেন। শুক্রবার লুইত কুমার বর্মণের আইনজীবী আদালতকে জানান, এনআরসি-র প্রাক্তন রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তাঁর ঠিকানা নিশ্চিতভাবে জানা না থাকায় এই মামলার নোটিশ সংবাদপত্রে প্রকাশ করতে হবে। বিচারক আইনজীবীর এই দাবি মেনে মধ্যপ্রদেশের একটি ইংরেজি ও একটি হিন্দি দৈনিকে এই নোটিশ প্রকাশের নির্দেশ দিয়েছেন। তাছাড়া সংবাদপত্রে ছাপানো নোটিশ আগামী শুনানিতে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।