NE UpdatesHappeningsBreaking News
আত্মপ্রকাশের মাস পেরনোর আগেই নিশ্চিহ্ন ডিএনএলটি, দাবি পুলিশ সুপারের
ওয়েটুবরাক, ৭ অক্টোবরঃ গত ১২-১৩ সেপ্টেম্বর ৩৬ ঘণ্টার বনধ ডেকে নিজেদের আত্মপ্রকাশের কথা জানিয়েছিল ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার্স (ডিএনএলটি)। আতঙ্কে ডিমা হাসাও জেলার মানুষ তাদের বনধে দোকানপাট খোলেননি, যাননি অফিস-কাছারীতে। চলেনি গাড়ি-রিকশাও। পুলিশ সুপার ময়াঙ্ক কুমার জানিয়েছেন, তখনই তাঁরা আসাম রাইফেলস অফিসারদের নিয়ে বৈঠক করেন, শুরুতে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। সঙ্গে নেন কার্বি আংলং জেলার পুলিশকেও।
আত্মপ্রকাশের মাস পেরনোর আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার্স (ডিএনএলটি)। এমনটাই দাবি ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ময়াঙ্ক কুমারের। তিনি জানান, আটজন মিলে গঠন করেছিল এই জঙ্গি সংগঠন। সবাই এখন পুলিশের হেফাজতে। দুইজনকে ধরা হয়েছে পার্শ্ববর্তী কার্বি আংলং জেলা থেকে। বাকিদের পাওয়া গিয়েছে ডিমা হাসাওয়েই। তাদের কাছ থেকে দুটি পিস্তল ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে।
ময়ঙ্ক কুমারের দাবি, এই সময়ে ডিএনএলটি বলে কোনও সংগঠনের অস্তিত্ব নেই।