India & World UpdatesHappeningsBreaking News
আত্মনির্ভর ভারত : ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদির
১২ মে: আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মোদি। ২০ লক্ষ কোটির এই প্যাকজে লাভবান হবেন উচ্চবিত্ত থেকে দরিদ্র শ্রেণি পর্যন্ত। ২০২০-এ দেশের বিকাশ যাত্রার সহায়ক হবে এই আর্থিক প্যাকেজ। জানান, অর্থমন্ত্রী আগামী কয়েকদিনে এই প্যাকেজের বিস্তারিত ঘোষণা করবেন। কীভাবে এই টাকার মাধ্যমে আত্মনির্ভর ভারত তৈরি হতে পারে তাও স্পষ্ট করবেন অর্থমন্ত্রী। একই সঙ্গে জানালেন চতুর্থ দফার লকডাউনের কথা। বলেন, এক নতুন নিয়মশৃঙ্খলায় হবে এই লকডাউন। যার বিষয়ে ১৮ মে র আগেই জানিয়ে দেওয়া হবে।
Addressing the nation. https://t.co/Hingkddia3
— Narendra Modi (@narendramodi) May 12, 2020
জাতির উদ্দেশে ভাষণে মোদি জানিয়ে দিলেন, করোনা সঙ্কট আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে। এই প্যাকেজের মাধ্যমে তা ষোলোকলা পূর্ণ করার কথা বুঝিয়ে দিলেন। মোদির কথায়, চার মাস পেরিয়ে গেছে করোনা মোকাবিলায়। বিশ্বের সঙ্গে ভারতেও এর বিপর্যয়ের মুখোমুখি। মানব জাতির জন্য এই পরিস্থিতি অকল্পনীয়। কিন্তু থমকে দাঁড়ালে হবে না। বাঁচতে হবে। এগিয়ে যেতে হবে। আমাদের অঙ্গীকার আরও মজবুত করতে হবে।
করোনার আগের অবস্থা ফিরিয়ে আনতে হবে। একুশ শতাব্দী ভারতের হবে, এটাই আমাদের চিন্তা-ভাবনা হওয়া উচিত। আর ‘আত্মনির্ভর ভারত’ ই আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারে। এই বিপর্যয় দেশের জন্য সংকেত ও সুযোগ নিয়ে এসেছে। আজকের দিনে রোজ ২ লক্ষ পিপিই কিট ও ২ লক্ষ এ- ৯৫ মাস্ক তৈরি হচ্ছে। যেখানে করোনার শুরুতে একটিও এমন সরঞ্জাম ছিল না ভারতে। বিশ্বের সামনে এই সংকটের দিনেও ভারত দৃষ্টান্ত হয়ে রয়েছে।