Barak UpdatesHappeningsBreaking News
আত্মঘাতী ছাত্রের বিচার চেয়ে এনআইটি চত্বরে পড়ুয়াদের সত্যাগ্রহ আন্দোলন
ওয়ে টু বরাক, ১৮ সেপ্টেম্বর ঃ শিলচর এনআইটি ক্যাম্পাসে ফের শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন ছাত্ররা। এনআইটির জিমখানা পার্কে সোমবার সকাল থেকে শুরু হয় পড়ুয়াদের এই আন্দোলন। একই দাবিতে দু’দিন থেকে অনঢ় রয়েছেন ছাত্রছাত্রীরা। তাঁদের সাফ কথা, আত্মঘাতী সহপাঠী কোচ বোকারের বিচার চাই। উল্লেখ্য, শুক্রবার রাতে এনআইটি ৭নং হোস্টেলে বি-টেক ইলেক্ট্রিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র কোচ বোকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। অরুণাচল প্রদেশের ওই ছাত্রের মৃত্যুর পরই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এনআইটি চত্বর।
ছাত্রের সহপাঠিরা জানান, বোকার পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ না হওয়াতেই আত্মহত্যা করেছেন। তাঁদের অভিযোগ, ডিন অ্যাকাডেমিক বিনয়কৃষ্ণ রায়ের মানসিক নির্যাতনের শিকার হয়েই কোচ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরই মধ্যে শুক্রবার উত্তেজিত ছাত্রের একাংশ ডিন বিনয়কৃষ্ণ রায়ের কোয়ার্টারে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে।
এদিকে, সোমবার সকালে কোচ বোকারের আত্মহত্যার ঘটনার সূত্র ধরে পড়ুয়ারা ডিন অ্যাকাডেমিক বিনয়কৃষ্ণ রায়কে পদ থেকে সরানোর দাবিতে আন্দোলন শুরু করে। হাতে হাতে প্ল্যা-কার্ড নিয়ে ছাত্ররা তাঁদের দাবি আদায়ে শ্লোগান দিতে থাকে। এ দিনও তাঁরা সাফ জানান, সহপাঠির মৃত্যুর ঘটনার যথাযথ বিচার করতে হবে। এছাড়া এই আন্দোলনে যারা যুক্ত রয়েছে, তাঁদের বিরুদ্ধেও ভবিষ্যতে যেন কোনও ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া না হয়। তাছাড়া বোকারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন আন্দোলনরত ছাত্ররা।