Barak UpdatesHappeningsBreaking News
আজ শিলচর-হাইলাকান্দিতে অরুণোদয় কার্ড বন্টন করবেন মন্ত্রী পীযূষ
ওয়েটুবরাক, ১১ অক্টোবর : রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা বুধবার হাইলাকান্দিতে অরুণোদয় ২-এর সুবিধেপ্রাপকদের হাতে কার্ড তুলে দেবেন। হাইলাকান্দি সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে বেলা আড়াইটায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেওয়া হবে। এর আগে বেলা সাড়ে ১১টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী হাজরিকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অরুণোদয় কার্ড বিতরণ করবেন৷
হাইলাকান্দি কর্মসূচির পর মন্ত্রী শিলচর সার্কিট হাউসে রাত কাটাবেন৷ পরদিন বৃহস্পতিবার করিমগঞ্জে অরুণোদয় কার্ড বিতরণ করবেন তিনি৷ সেখান থেকে হাইলাকান্দি সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এসে বেলা আড়াইটায় জেলার নবম শ্রেণীর পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল তুলে দেবেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী শিলচর চলে আসবেন৷ সার্কিট হাউসে রাত্রিবাসের পর শুক্রবার সকাল এগারোটায় শিলচরে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেবেন৷ সে দিনই তাঁর কলকাতা হয়ে গুয়াহাটি পৌঁছানোর কথা৷
এরপর আগামী ১৬ অক্টোবর সোমবার আবারও বরাক উপত্যকা সফরে আসবেন মন্ত্রী পীযূষ হাজরিকা৷ সেদিন বেলা আড়াইটায় হাইলাকান্দিতে আসাম মাইক্রো ফাইনান্স-র অধীনে ঋণ নেওয়া ব্যক্তিদের মধ্যে ঋণ মুকুবের প্রকল্প মাইক্রো ফাইনান্স ইনসেনটিভ অ্যন্ড রিলিফ এর “নো ডিউজ সার্টিফিকেট” আনুষ্ঠানিকভাবে বন্টন করা হবে বলে জেলা জনসংযোগ অফিসার জানিয়েছেন৷