Barak UpdatesHappeningsBreaking News
আজ বসন্ত পঞ্চমী, বাণী বন্দনায় মেতেছে বরাকও
ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারি : আজ বসন্ত পঞ্চমী ৷ কেউ কেউ বলেন, শ্রীপঞ্চমী৷ গোটা দেশজুড়ে এ দিনে সরস্বতী পুজো হচ্ছে। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন বরাক উপত্যকার বিভিন্ন বয়সের মানুষও। সকাল সকাল স্নান সেরে অঞ্জলি দিয়ে পুজো মণ্ডপে বসে খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা। কিশোর-কিশোরীদের কাছে এই দিনটি স্পেশাল৷ বন্ধুরা মিলে একসঙ্গে সরস্বতী পুজো আয়োজন করা থেকে প্রিয়জনের সঙ্গে ঘুরতে বেড়ানো, সবমিলিয়ে জমজমাট কাটে সরস্বতী পুজোর দিন। যারা এই দিনে ভক্তি সহকারে দেবী মাকে পূজা করেন তাঁরা জ্ঞানের আশীর্বাদ পান বলে বিশ্বাস করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মা সরস্বতী হলেন শিক্ষা, জ্ঞান, ললিতকলার দেবী। তাঁর আশীর্বাদ আর মানুষের নিষ্ঠা ও জানার আগ্রহ তাঁকে পৌঁছে দিতে পারে জ্ঞানের চরম শিখরে। এই বিশ্বাস অন্তরে ধারণ করেই দেশ-বিদেশে সনাতন ধর্মাবলম্বীরা আজ সরস্বতী মাকে পূজা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করছেন।
ঋগ্বেদ অনুসারে, ব্রহ্মা তাঁর নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। চারদিকে নিস্তব্ধতা দেখে তিনি তাঁর কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন, যার ফলে এক চতুর্ভুজা নারী হাতে বীণা নিয়ে হাজির হলেন। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন ‘সরস্বতী’। যিনি সারদা ও বাগ্দেবী নামেও পরিচিত। তিনি পদ্মাসনা, শুক্লাবর্ণা, শুভ্রবর্ণা, বীণা-পুস্তক, জপমালা, সুধাকলসর্ধারিণী, চন্দ্রশেখরা, ত্রিলোচনা। তন্ত্রে সরস্বতী বাগীশ্বরী-বর্ণেশ্বরী সারদা।
পুরাণ অনুযায়ী, শুক্লা পঞ্চমীর তিথিতেই ব্রহ্মার মুখ থেকে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর উৎপত্তি। পুরাণে আরও বলা হয়েছে, দেবী সরস্বতী আদ্যা প্রকৃতির তৃতীয় অংশজাত। তিনি বাক্য, বুদ্ধি, জ্ঞান, বিদ্যা ইত্যাদির অধিষ্ঠাত্রী দেবী।