Barak UpdatesHappeningsBreaking News
আজ বরাক সফরে মন্ত্রী পীযূষ হাজরিকা
ওয়েটুবরাক, ১৭ ডিসেম্বর : রাজ্যের জলসম্পদ, সামাজিক ন্যায়, জনসংযোগ, প্রিন্টিং ও স্টেশনারি মন্ত্রী পীযূষ হাজরিকা আজ মঙ্গলবার বরাক উপত্যকায় আসছেন। তিনি বেলা ১টা ৫৫ মিনিটে শিলচরের কুম্ভীরগ্রাম বিমান বন্দরে অবতরণ করবেন। পরে সোজা চলে যাবেন হাইলাকান্দিতে।বিকেল সাড়ে তিনটায় হাইলাকান্দি পুলিশ গেস্ট হাউসে দলীয় কার্যকর্তাদের এক সভায় মিলিত হবেন তিনি। এরপর বিকেল সাড়ে চারটা নাগাদ শ্রীভূমি চলে যাবেন। সেখানেও দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ফিরে এসে রাত কাটাবেন শিলচর সার্কিট হাউসে। বুধবার সকাল দশটায় ইটখলায় দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মন্ত্রী হাজরিকা গুয়াহাটিতে ফিরে যাবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।