NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
তিনদিনের সফরে বরাকে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : তিনদিনের সফরসূচি নিয়ে মঙ্গলবার বরাক উপত্যকায় আসছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি । আজ ১৪ সেপ্টেম্বর সকাল সোয়া নয়টায় গুয়াহাটি থেকে বিমানে দৈমারি কুম্ভীরগ্রাম পৌঁছাবেন। এরপর তিনি খাসপুর রাজবাড়ি পরিদর্শন করবেন। সেখানে প্রত্নতাত্ত্বিক বিভাগের আধিকারিকদের সাথে মিলিত হবেন ।। বেলা এগারোটায় তিনি লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের লক্ষীনগর জিপি অফিসে গিয়ে সেখানকার আদিবাসী নাগরিকদের সাথে মিলিত হবেন ।
এদিন তিনি লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের বাড়িতেও যাবেন। বিকেল সাড়ে চারটা নাগাদ শিলচর সার্কিট হাউসে পৌঁছে কাছাড় জেলার সাংসদ, বিধায়ক সহ প্রবীণ নাগরিকদের সাথে এক বৈঠকে মিলিত হবেন ।। শিলচর সার্কিট হাউসে রাত্রিযাপন করে ১৫ সেপ্টেম্বর সকালে হাইলাকান্দি যাবেন অধ্যক্ষ দৈমারি। এদিন বেলা নয়টায় শিলচর থেকে সড়কপথে রওয়ানা হয়ে হাইলাকান্দি পৌঁছাবেন৷ সাড়ে দশটায় হাইলাকান্দির জেলা উপায়ুক্তের কনফারেন্স হলে উপস্থিত হয়ে এক ভার্চুয়াল মিটিঙে অংশগ্রহণ করবেন ।
বেলা সাড়ে বারোটায় কাটলিছড়া পৌঁছে আদিবাসীদের সাথে এক বৈঠকে মিলিত হবেন । এরপর তিনি মানিকবন্দ যাবেন । সেখানেও তিনি আদিবাসী নাগরিকদের সাথে বৈঠকে মিলিত হয়ে এদিন রাতে শিলচর পৌঁছাবেন এবং রাত্রিযাপন করে ১৬ সেপ্টেম্বর সকালে গুয়াহাটি ফিরে যাবেন বলে জেলা জনসংযোগ জানিয়েছে৷