NE UpdatesHappeningsBreaking News
আজ তিওয়া স্বশাসিত পরিষদের নির্বাচন
১৭ ডিসেম্বরঃ বিটিসি নির্বাচনের ঘোরের মধ্যেই বৃহস্পতিবার তিওয়া স্বশাসিত পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৩৫টি আসনের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন ১২৪জন প্রার্থী। এই পরিষদও চার জেলা জুড়ে গঠিত। মরিগাঁও, নগাঁও, কামরূপ মেট্রো ও হোজাই। সেখানে মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে।