NE UpdatesIndia & World UpdatesHappenings

আজ চারটি বিশেষ ট্রেন, শিলচর-বেঙ্গালুরু ছাড়বে রাত ১০টায়

১২ নভেম্বর: উত্তর-পূর্ব সীমান্ত রেল পাঁচটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এর মধ্যে চারটি বৃহস্পতিবার রওয়ানা হবে৷ শুক্রবার যাবে আগরতলা-ছাপড়া৷ ওই ট্রেন বেলা দুইটায় আগরতলা রওয়ানা হয়ে হাফলঙে পৌঁছাবে রাত পৌনে দশটায়৷ গুয়াহাটি ভোর চারটায়৷ ছাপড়ায় যাবে শনিবার রাত সাড়ে এগারোটায়৷

বৃহস্পতিবারের চার ট্রেনের মধ্যে একটি ছাড়বে শিলচর থেকে৷ রাত ১০টায় রওয়ানা হয়ে গুয়াহাটি পৌঁছাবে শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটে৷ বেলা ১টায় নিউ জলপাইগুড়ি, শনিবার বেলা আড়াইটায় বিশাখাপত্তনম এবং রবিবার বেলা ২টায় বেঙ্গালুরু ক্যান্টনমেন্টে পৌঁছাবে৷

আগরতলা-মান্দুয়াদি ট্রেন রওয়ানা হবে বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে৷ শুক্রবার সকাল ১১ টায় গুয়াহাটি, বেলা ২টা ৪০ মিনিটে নিউ বঙ্গাইগাঁও, রাত ১১টায় কাটিহার, শনিবার সকাল ১১টা ৩৫ মিনিটে বারাণসী হয়ে বেলা সোয়া ১২টায় মান্দুয়াদি পৌঁছাবে৷

বিশাখাপত্তনম-ডিব্রুগড় ট্রেন রওয়ানা হচ্ছে বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে৷ ভুবনেশ্বরে বিকাল সাড়ে ৪টায়, ডানকুনিতে রাত ১টায়, রামপুরহাটে শুক্রবার ভোর ৪টায়, নিউ জলপাইগুড়়ি বেলা ১২ টা ৫ মিনিটে এবং রাঙাপাড়া নর্থে রাত ১১টায় স্টপেজ দেবে৷ ডিব্রুগড় পৌঁছাবে শনিবার ভোর ৫টায়৷

আরেকটি ট্রেন বৃহস্পতিবার সকাল ৭টায় নিউ তিনসুকিয়া থেকে ছেড়েছে৷ এটি সকাল ১১টায় নর্থ লখিমপুরে, বিকাল ৫টা ৪০ মিনিটে রঙিয়ায়, রাত ১২টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে, বেলা দেড়টায় খড়গপুরে, শনিবার বেলা পৌনে ১১টায় বিজয়ওয়াড়ায় দাঁড়াবে৷ গন্তব্যস্থল হুবলিতে পৌঁছাবে রবিবার বেলা দেড়টায়৷

বিশাখাপত্তনম-ডিব্রুগড় ট্রেনে শুধু এসি এবং স্লিপার কামরা রয়েছে৷ অন্য চারটি ট্রেনে আছে সাধারণ দ্বিতীয় শ্রেণিও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker