Barak UpdatesHappeningsBreaking News
আজ করিমগঞ্জের ২০টি স্থানে কোভিড ভ্যাকসিন প্রদান
২৫ ফেব্রুয়ারি : করিমগঞ্জ জেলার হেলথকেয়ার ওয়ার্কার এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রথম পর্যায়ের টিকাকরণের শেষ দিনে বৃহস্পতিবার জেলার কুড়িটি স্থানে কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করিমগঞ্জ জেলা পর্যায়ের কোভিড ভ্যাকসিন টাস্কফোর্সের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভাতেই জানানো হয়, আসন্ন নির্বাচনের ভোটকর্মীদের কোভিড টিকা দেওয়া হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার জেলার ১৫টি স্থানে স্বাস্থ্যকর্মীদের এবং পাঁচটি স্থানে ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ করা হচ্ছে।
জেলার স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের স্থানগুলি হচ্ছে বীরগঞ্জ, পাথারকান্দি সিভিল হাসপাতাল, রামকৃষ্ণনগর, বদরপুর, বাজারিছড়া, চেরাগী, বারইগ্রাম, লাতু, দুল্লভছড়া, নিলামবাজার, কালিগঞ্জ ও বদরপুর হাসপাতাল। ফ্রন্টলাইন কর্মীদের জন্য টিকাকরণের স্থানগুলি হচ্ছে বিএসএফের মাইজডিহি ক্যাম্প, সুতারকান্দি ক্যাম্প এবং পুলিশের করিমগঞ্জ রিজার্ভ ও রাঙ্গামাটিতে থাকা এসএসবির ক্যাম্প। সভায় আরও জানানো হয়, জেলার ৭০ শতাংশ কর্মীর টিকাকরণ এ পর্যন্ত সম্পন্ন হয়েছে।