NE UpdatesHappeningsBreaking News

আজমলের হুমকি শুনে পীযূষ বললেন, মানববোমা বানাতে দেবো না

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : মাদ্রাসা উচ্ছেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অসমে৷ ইউডিএফ সভাপতি, সাংসদ বদরুদ্দিন আজমল বলেন, এই ভাবে মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া বেআইনি৷ জেহাদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তা তাঁর দলও চায়৷ তাই বলে মাদ্রাসা ভাঙা মেনে নেবেন না৷ তিনি এ নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন৷ বিরোধিতায় সরব হয়েছেন রাইজর দলের সভাপতি, বিধায়ক অখিল গগৈও৷ তিনি জানতে চান, একজনের জেহাদিযোগ ধরা পড়লে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, মন্ত্রী-অফিসারের দুর্নীতি ধরা পড়লে কি সচিবালয় গুঁড়িয়ে দেওয়া হবে? একই সুরে এআইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের প্রশ্ন, জেহাদি যোগের অভিযোগে মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে৷ আলফা বা এনডিএফবি নেতারা যে সব স্কুলে পড়েছেন, সেগুলি কেন ভাঙা হচ্ছে না? অসম সিভিল সোসাইটিও মাদ্রাসা ভাঙার প্রতিবাদ জানাল৷ তাদের কথায়, জেহাদিদের গ্রেফতার করা হোক, কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক৷ মাদ্রাসা ভাঙা বন্ধ করতে আর্জি জানান তাঁরা৷

Rananuj

মন্ত্রিসভার মুখপাত্র পীযূষ হাজরিকা বলেন, জেহাদি ইস্যুতে কোনও আপস নয়৷ নইলে কিছুদিন পরে অসমে মানববোমা ঘুরতে দেখা যাবে৷ এটা হতে দেওয়া হবে না৷

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন, মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার কোনও অভিপ্রায় তাঁর নেই৷ কিন্তু জেহাদি যোগের প্রমাণ পেলে সরকার কঠোরতম ব্যবস্থা নেবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker