India & World UpdatesHappeningsBreaking News
আগাম ঘোষণা ছাড়াই লাদাখ সফরে প্রধানমন্ত্রী
৩ জুলাই : কোনও আগাম বার্তা ছিল না। সরকারের কোনও সূত্রেই কোনও ঘোষণা না দিয়ে শুক্রবার সকালে সিডিএস বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মুকুন্দ নারভানেকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী লেহ-র সামরিক ঘাঁটিতে অবতরণ করলেন। ঠিক তখনই প্রধানমন্ত্রীর লাদাখ সফরের কথা জানা যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী আহত সেনাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সীমান্তে সেনা চৌকি পরিদর্শনে যান এবং পরিস্থিতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
মোদির এই আচমকা সফর সেনাবাহিনীর মনোবল বাড়ানোর পাশাপাশি চিনকে বিশেষ কড়া বার্তা বলেও মত সামরিক বিশেষজ্ঞদের। ঘটনাচক্রে এ দিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফর বাতিল করা হয়। তারপরই নজিরবিহীনভাবে আচমকা লাদাখ উড়ে গিয়ে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজে যেভাবে গেলেন মোদি, তা গভীর ইঙ্গিতবহ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।