Barak UpdatesHappeningsBreaking News
আগামী বর্ষায় আর ডুববে না নিউ শিলচর, গ্যারান্টি দীপায়ন চক্রবর্তীর
ওয়েটুবরাক, ৯ মে : আগামী বর্ষায় নিউ শিলচর আর জলে ডুববে না৷ গ্যারান্টি দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ তিনি জানান, মুখ্যমন্ত্রীর নগরীয়া পথ নির্মাণ যোজনায় ৪৮ কোটি টাকা মঞ্জুর হয়েছে। এই কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই ‘ওয়ার্ক অর্ডার’ ইস্যু করা হবে। ওই অর্থে লঙ্গাইখাল এবং সিঙ্গিরখালে দুইদিকে গার্ড ওয়াল দেওয়া হবে৷ হবে কিছু রাস্তা এবং নালার কাজও৷ তাঁর আশা, সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির মরশুম শেষ হবে৷ তখনই ঠিকাদার কাজ শুরু করতে পারবেন৷ আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ওই কাজের ৬০ শতাংশ শেষ হবে৷ তখনই নিউ শিলচরের বাড়িঘরে জল ঢোকা বন্ধ হয়ে যাবে৷ ২০২৬-র মার্চের মধ্যে পুরো কাজ শেষ হবে৷ তখন আর জমাজলে ভোগার কথা ভাবনাতেই আসবে না৷
দীপায়ন এ প্রসঙ্গে উদাহরণ টানেন অম্বিকাপট্টি, চার্চরোড, পাবলিক স্কুল রোডের৷ বলেন, পরিকল্পনা মতো কাজ করায় এখন আর ওইসব এলাকায় জল জমে না৷ এমনই হবে নিউ শিলচর৷ চণ্ডীচরণ রোডে আগে পাম্প লাগিয়ে জল ফেলতে হতো, এখন সে সব অতীত বলেই দাবি করেন তিনি৷
রেডক্রশ দিবস উপলক্ষে বিধায়ক চক্রবর্তী নিজে বুধবার লঙ্গাই খাল সাফাইয়ে নামেন৷ সঙ্গে ছিলেন বিক্রমজিৎ চক্রবর্তী, নিলয় পাল, দেবাশিস সোম, হীরক চৌধুরী, সঞ্জয় রায় প্রমুখ৷ তিনি বলেন, সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে, ওই বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই তাঁরা নিজেরা অভিযানে নামেন৷ নালায় যাতে কেউ আবর্জনা না ফেলেন, সে দিকে নজর রাখতে বিধায়ক এনজিওগুলিকে অনুরোধ করেন৷ পাশাপাশি কেউ যাতে জবরদখল করতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে বলেন৷
নানা এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে দাবি করে দীপায়ন জানান, বেতুকান্দি ও বাংলাঘাটে ডাবল শাটার স্লুইস গেট বসানো হয়েছে, দিকে দিকে ফুটপাতে আয়রন স্ল্যাব বসছে৷