Barak UpdatesHappeningsBreaking News
আগামী তিন বছর প্রতি রবিবার ক্যানসার হাসপাতালে রক্ত দেবে সাধুমার্গী জৈন সংঘ, চালু হেল্পডেস্ক
ওয়েটুবরাক, ১৭ মে : গত সোমবার কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে সাধুমার্গী জৈন সংঘ, সমতা মহিলা মন্ডল এবং সমতা যুব সংঘের শিলচর শাখা কর্তৃক নির্মিত হেলপডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সংঘের সভাপতি বিজয় রাজ শান্ডের সভাপতিত্বে প্রার্থনা সঙ্গীতের পর জেলাশাসক কীর্তি জল্লি, হাসপাতালের সঞ্চালক পদ্মশ্রী ডা: রবি কান্নান, হাসপাতাল সোসাইটির সভাপতি তথা মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা:সুজিত কুমার নন্দী পুরকায়স্থ, প্রবীণ ডাক্তার ও সোসাইটির সদস্য ডা: কালিপঙ্কজ চক্রবর্তী, ও হাসপাতালের প্রশাসনিক আধিকারিক ও কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তীকে তিলক, উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং ধর্মীয় পুস্তক উপহার দেওয়া হয়।
সভার প্রারম্ভে সংঘের সচিব প্রকাশচাঁদ সুরানা সংঘের সেবামূলক কাজের বিবরণ তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, হাসপাতালের উন্নতিকল্পে সংঘ সর্বদা সহযোগিতা করে যাবে, সংঘ প্রতি রবিবার হাসপাতালে রক্ত দান (যা গত তিন মাস থেকে চলছে) করেন এবং এই রক্তদান আগামী ২০২৫ খ্রি: পর্যন্ত চালিয়ে যাবেন।
ধর্মেন্দ্র পাল ধারিওয়ালের পরিচালনায় একে একে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি ডা সুজিত কুমার নন্দী পুরকায়স্থ, ডা:রবি কান্নান, জেলাশাসক কীর্তি জল্লি। প্রত্যেক বক্তাই সাধুমার্গী সংঘের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও সংঘ এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সর্বশেষ বক্তব্যে সভাপতি ক্যান্সার হাসপাতালের চিকিৎসা সেবার ভুয়সী প্রশংসা করেন।