India & World UpdatesHappeningsBreaking News
আগস্টের মধ্যে ৪৪ কোটি কোভিড প্রতিষেধক চলে আসবে কেন্দ্রের হাতে
ওয়েটুবরাক, ৮ জুনঃ ৪৪ কোটি করোনা টিকার বরাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগস্ট মাসের মধ্যে সেই টিকা চলে আসবে কেন্দ্রের হাতে। এর মধ্যে ২৫ কোটি কোভিশিল্ড ও ১৯ কোটি কোভ্যাক্সিন রয়েছে। দেশের সামগ্রিক টিকাকরণের কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র।
এই গোটা প্রক্রিয়ায় ৫০ হাজার কোটি টাকা খরচ হতে পারে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহেই ভারতে তৈরি বায়োলজিক্যাল-ই সংস্থা নির্মিত ৩০ কোটি টিকার বরাত দিয়েছে কেন্দ্র।