NE UpdatesAnalyticsBreaking News
আগস্টের মধ্যে মন্ত্রিসভার রদবদল : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ৬ জুন : আগামী আগস্ট মাসের মধ্যে অসম মন্ত্রিসভার রদবদল হবে। বৃহস্পতিবার দিসপুরে এক সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন মুখ্যমন্ত্রী আরও জানান, তিনজন নতুন মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই অসম মন্ত্রিসভার রদবদল নিশ্চিত হয়ে পড়েছে। কারণ শিলচর কেন্দ্র থেকে ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নির্বাচিত হওয়ায় তাঁর পদটি খালি হয়ে পড়েছে। তাছাড়া আগে থেকেই দুজন মন্ত্রীর পদ খালি হয়ে রয়েছে।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দুটি মন্ত্রীর পদ খালি হয়ে রয়েছে। সেইসঙ্গে ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য লোকসভায় নির্বাচিত হওয়ায় মোট তিনটি পদ এখন শূন্য। এই পদগুলো পূরণ করার জন্য মন্ত্রিসভার রদবদল করা হবে। ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রীসভা সম্পূর্ণ রদবদল করে পুনরায় গঠন করা হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ইঙ্গিত অনুসারে বরাক ও বিটিআর থেকে নির্বাচিত বিধায়ক মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। অহোম জনগোষ্ঠীর বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। তবে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে স্পষ্ট কিছুই খোলাসা করেননি।