NE UpdatesAnalyticsBreaking News

আগরতলা আইআইআইটির নিজস্ব ভবন শীঘ্রই, বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব

২৬ জুলাই : উচ্চশিক্ষার সুযোগ ত্রিপুরাতে আরও সম্প্রসারিত করতে বিশেষ জোর দিচ্ছে রাজ্যের বিপ্লব দেব নেতৃত্বাধীন বিজেপি সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক করে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ইণ্ডিয়ান ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির নিজস্ব ভবন নির্মাণে প্রস্তাবিত তিনটি স্থান নিয়ে আলোচনা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা, জিরানিয়া এবং মোহনপুর মহকুমার মহকুমা শাসকরা।

Rananuj

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গুণগত শিক্ষার প্রসারের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। এতে কর্ম সংস্থানও বাড়বে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, ইণ্ডিয়ান ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি গড়ে তোলার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ২০১২ সালে অনুমোদন দিলেও দীর্ঘদিন এটি স্থাপনের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে প্রতিষ্ঠানটির উপযুক্ত পরিকাঠামো গড়ে ওঠেনি৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের দায়িত্বভার নেওয়ার কিছুদিনের মধ্যেই রাজ্যের ছেলেমেয়েদের কারিগরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি স্থাপনের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, আগরতলায় এনআইটি-তে অস্থায়ীভাবে চালু হয়েছে এই প্রতিষ্ঠান। এতে ১৪ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। উচ্চশিক্ষা অধিকর্তা সাজ ওয়াহিদ বলেন, ইণ্ডিয়ান ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি স্থাপনের জন্য ১২৮ কোটি টাকা ব্যয় হবে। এরমধ্যে কেন্দ্রীয় সরকার ৫৭.৫ শতাংশ, বেসরকারি শিল্প সংস্থার ৭.৫ শতাংশ এবং রাজ্য সরকার ৩৫ শতাংশ ব্যয়ভার বহন করবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker