India & World UpdatesHappeningsBreaking News
আগরতলায় বিএসএফ-বিজিবি বৈঠক
২৬ নভেম্বরঃ ভারত ও বাংলাদেশ সম্পর্কের ক্রমাগত উন্নয়ন দুই দেশের সীমান্তরক্ষীদেরও কাছাকাছি নিয়ে এসেছে। বৃহস্পতিবার আগরতলায় অনুষ্ঠিত হয় বিএসএফ এবং বিজিবি-র মধ্যে ইন্সপেক্টর জেনারেল পর্যায়ের বৈঠক। বিএসএফ-এর কথায়, এ শুধু বৈঠক নয়, কো-অর্ডিনেশন কনফারেন্স। তাতে ভারতীয় দলের নেতৃত্ব দেন বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুশান্ত কুমার নাথ। কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুনীল কুমার, মেঘালয় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল হরদীপ সিং-ও আলোচনায় অংশ নেন। বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন বিজিবি-র অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
বিভিন্ন বিষয়ে আলোচনার পর উভয় পক্ষ সম্মত হয় যে, দুই দেশের সীমান্তে যে কোনও সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমেই এর সমাধান বের করতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের ওপর উভয় পক্ষ জোর দেন।