NE UpdatesIndia & World UpdatesHappenings

আগরতলায় নতুন টার্মিনালে যাত্রী পরিষেবা

ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি: আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনালে শনিবার থেকে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। কেন্দ্রীয় ন্যায় ও সামাজিক ক্ষমতায়ন  প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কলকাতা থেকে আসা যাত্রীদের অভ্যর্থনা জানিয়েছেন, চকলেট বিতরণ করেছেন। তিনি নিজেও এ দিন নতুন টার্মিনাল দিয়ে কলকাতা গিয়েছেন৷

Rananuj

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমাদের রাজ্য থেকে আন্তর্জাতিক উড়ান শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। আগরতলা থেকে খুব শীঘ্রই গুয়াহাটি হয়ে ঢাকা, চট্টগ্রাম ও ব্যাঙ্ককের বিমান শুরু হচ্ছে।

নতুন টার্মিনাল ভবনে বর্ধিত চেক-ইন কাউন্টার, অত্যাধুনিক লাইন ব্যাগেজ স্ক্রিনিং সিস্টেম, ফুড কোর্ট, চাহিদানুসারে খাবার সহ বিশ্বমানের গুচ্ছ আউটলেট যাত্রীসাধারণ ও ভ্রমণকারীদের সুবিধে দেবে। যাত্রীদের সুবিধার জন্য নির্বিঘ্ন চলাচল সহায়ক চারটি অ্যারো ব্রিজের পাশাপাশি রয়েছে ছয়টি পার্কিং-বে। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker