NE UpdatesHappeningsBreaking News
আখাউড়া দিয়ে দেশে ফিরলেন আরও ১৩৪ ভারতীয়
১৮ জুন : বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের আসাম ও ত্রিপুরার বিভিন্ন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরার আখাউড়া চেকপোস্ট দিয়ে আরও ১৩৪ ভারতীয় দেশে ফিরেছেন। করোনা ভাইরাস মহামারি ও লকডাউনের প্রেক্ষিতে এরা বাংলাদেশে আটকে পড়েছিলেন। এর আগেও ২৮ মে আখাউড়া চেকপোস্ট দিয়েই আরও ১২৯ ভারতীয় দেশে ফিরেছিলেন।
এ দিন এরা দেশে ফেরার সময় চেকপয়েন্টে ভালভাবে স্ক্রিনিং করা হয়। এই ভারতীয়দের সোয়াব স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এখন এদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। রিপোর্ট নিগেটিভ আসার পরই তাদের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু টেস্ট রিপোর্ট পজিটিভ এলে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে পাঠানো হবে। উল্লেখ্য, এ পর্যন্ত ত্রিপুরায় ১১৩৮ জনের পজিটিভ ধরা পড়েছে। উত্তরপূর্বের মধ্যে আক্রান্তের দিক থেকে আসামের পর দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।