NE UpdatesHappeningsBreaking News
আক্রান্ত আরও ২৫, নাগাল্যান্ডে সংক্রমণ বেড়ে ৪১২
২৮ জুন ঃ নাগাল্যান্ডে রবিবার নতুন ২৫ জন কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এই ২৫ জনকে নিয়ে নাগাল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১২। শনিবার মোট ৬০৯ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল। এই টেস্ট রিপোর্ট আসার পরই নতুন করে ২৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ২০ জন ডিমাপুর কোয়ারেন্টাইন সেন্টার থেকে, ৩ জন কোহিমা কোয়ারেন্টাইন সেন্টার থেকে ও ২ জন প্যারেন কোয়ারেন্টাইন সেন্টার থেকে শনাক্ত হয়েছে। নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এস ফাংন্যু ফম রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন।
তিনি জানান, রাজ্যে বর্তমানে ২৪৮ জন কোভিড রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে ১৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে এ পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।