Barak UpdatesHappeningsBreaking News
আকবরপুরে কৃষি ড্রোন প্রদর্শন প্রশিক্ষণ
ওয়ে টু বরাক, ১৬ সেপ্টেম্বর : আজকের আধুনিক কৃষিতে ড্রোনের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রের কার্যক্রম সম্পাদনের জন্য একটি যান্ত্রিক কৌশল। শুক্রবার করিমগঞ্জের আকবরপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জ ব্লকের শিববাড়িতে এক কৃষি ড্রোন প্রদর্শন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ড. হিমাংশু মিশ্র, এসএমএস (পি পি) এবং ড. পূরবী তামুলি ফুকন, এসএমএস হর্টিকালচার ৩০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করেন। এতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. পুলকাভ চৌধুরী জানান, এগ্রি ড্রোনের সাহায্যে খুব সহজে সার প্রয়োগ করা যায়। খুব বেশি শ্রমিক জড়িত না করে উদ্ভিদ সুরক্ষার রসায়নও ব্যবহার করা সহজ। পাশাপাশি, সময়ে সময়ে ফসলের নিরীক্ষণ বিভিন্ন উন্নত কৃষি ড্রোনের মাধ্যমে সহজেই সম্পাদন করা যেতে পারে।
তিনি আরও জানান, মাটির ম্যাপিং হল আরেকটি ক্ষেত্র যা আমরা কিছু অগ্রিম কৃষি ড্রোনের মাধ্যমে সহজেই নির্ধারণ করতে পারি। কিছু অগ্রিম কৃষি ড্রোনের মাধ্যমে মাঠ জরিপ এবং ফসলের স্বাস্থ্য নির্ধারণ করা যেতে পারে। এই এগ্রি ড্রোনের মাধ্যমে বিভিন্ন ফসলের এরিয়াল ফটোগ্রাফি করা যায়।