Barak UpdatesHappeningsBreaking News
আইসোলেশন থেকে বেরিয়ে রোগীদের প্রতিবাদ, ভয়ে পালালেন ডাক্তার-স্বাস্থ্যকর্মী
১০ জুন : সরবরাহ করা খাদ্য নিম্নমানের, তার ওপর পানীয় জলেরও অভাব। এই অভিযোগে হাইলাকান্দির কোভিড হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এলেন রোগীরা। আর এভাবে কোভিড আক্রান্তরা আইসোলেশন ওয়ার্ড থেকে বাইরে আসায় হাসপাতাল ছেড়ে পালালেন চিকিতসক ও স্বাস্থ্যকর্মীরা। এই রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানান, এমন অব্যবস্থা চললে তাদের বাড়িতে যাবার সুযোগ দেওয়া হোক।
হাইলাকান্দি জেলা সদরের এস কে রায় অসামরিক হাসপাতালের একটি অংশকে কোভিড-১৯ হাসপাতাল করা হয়েছে। বর্তমানে এখানে ৪৫ জন করোনা পজিটিভ চিকিতসাধীন রয়েছেন। এই রোগীদের পাশাপাশি সাধারণ রোগীরও চিকিতসা চলছে হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালের পেছন দিকে থাকা করোনা আক্রান্তরা আইসোলেশন ওয়ার্ড ছেড়ে হাসপাতালের প্রবেশ পথ ও সাধারণ রোগীদের জন্য থাকা ওপিডি-তে এসে পড়েন। এই ৪৫ পজিটিভ রোগী অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ সেবা প্রদান করছেন না।
তাঁরা আরও অভিযোগ করেন, তাদের যে খাদ্য দেওয়া হচ্ছে, তা খুব নিম্নমানের, এমনকি প্রয়োজনীয় পানীয়জলও তারা পাচ্ছেন না। এমনকি শৌচাগারও সময়মতো সাফসুতরো করে তোলা হচ্ছে না। অন্যদিকে, করোনা আক্রান্ত রোগীদের ভয়ে হাসপাতালের সাধারণ রোগীর চিকিতসার দায়িত্বে থাকা ডাক্তার ও অন্য কর্মীরা সেইস্থান দ্রুত ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। পরে জেলা প্রশাসন ও পুলিশ এসে করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে পাঠায়। বর্তমানে গোটা হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে।