NE UpdatesHappeningsBreaking News
আইসিইউ থেকে ক্যাবিনে, বেডে শুয়েই জন্মদিন পালন আনন্দের
গুয়াহাটি, ৮ ডিসেম্বর : ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কাণ্ডে গুরুতর আহত আনন্দ শর্মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আইসিইউ থেকে ক্যাবিনে নিয়ে যাওয়া হয়েছে।
এ দিকে, হাসপাতালের বেডে শুয়েই জন্মদিন পালন করেছেন আনন্দ। তাঁকে এই দিনটিতে শুভেচ্ছা জানাতে পরিবারের অনেক সদস্য এবং আত্মীয় বন্ধুরা উপস্থিত ছিলেন। কেক নিয়ে আসা হয়। আনন্দ শুয়ে শুয়েই পরিবারের সদস্যদের সাহায্যে কেক কেটে জন্মদিন পালন করেন।
পরে তিনি বলেছেন, এই র্যাগিং কাণ্ডের পর তিনি পুনর্জন্ম পেয়েছেন। তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করায় তিনি রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। তাছাড়া আদিত্য হাসপাতালের সব চিকিতসক ও নার্সদেরও তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে র্যাগিংয়ের শিকার হন আনন্দ শর্মা। এ ঘটনায় সারা রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা র্যাগিং কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত রাহুল ছেত্রী লেখাপানি থানায় আত্মসমর্পণ করার পর তাকে গ্রেফতার করে পুলিশ।