Barak UpdatesHappeningsBreaking News
আইনজীবী, ভাষাদরদী ইমাদউদ্দিন বুলবুল প্রয়াত
ওয়েটুবরাক, ১০ জানুয়ারি: আইনজীবী, সংগঠক, সাহিত্যসেবী, গ্রন্থকার ইমাদ উদ্দিন বুলবুল আর নেই। শুক্রবার রাত সাতটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেলেন স্ত্রী মিনারা বেগম লস্কর, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না। নিউমোনিয়া হয়ে যাওয়ায় খুব সতর্ক চলাফেরা করছিলেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় অস্বস্তি বোধ করতে থাকেন। বুকে ব্যথা করছিল। নিয়ে যাওয়া হয় মেডিল্যান্ড হাসপাতালে। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আগামীকাল শনিবার বেলা দেড়টায় রংপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এর পর নিয়ে যাওয়া হবে কাটিগড়ার লামারগ্রামে। সেখানে তাদের আদিনিবাসে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তথা কবরস্থ করা হবে।
ইমাদ উদ্দিন বুলবুল ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি। তাঁর মৃত্যুতে সংগঠনের নেতা-কর্মীরা শোকস্তব্ধ। তাঁর অসুস্থতার খবর পেয়েই বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মিলনউদ্দিন লস্কর মেডিল্যান্ড হাসপাতালে ছুটে যান। মৃত্যুর পর তাঁর রংপুর স্থিত বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান কাছাড় জেলা কমিটির সম্পাদক উত্তম কুমার সাহা ও শিলচর শহর আঞ্চলিক কমিটির সম্পাদক সুশান্ত সেন।
অন্যান্য ব্যক্তি এবং সংগঠনের তরফেও ইমাদ উদ্দিন বুলবুলের মৃত্যুতে শোক ব্যক্ত করা হয়েছে।