NE UpdatesHappeningsBreaking News
আইজলে নভেম্বরে পাখি ও বন্যজন্তু শিকারে নিষেধাজ্ঞা
ওয়েটুবরাক, ২৯ অক্টোবর : অক্টোবর-নভেম্বরে অধিকাংশ বন্যজন্তুর সঙ্গম সময়৷ এই সময়েই দূর-দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা মিজোরামে আসে৷ তাই নভেম্বরে পাখি ও বন্যজন্তু শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করল আইজল জেলা প্রশাসন৷ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(১) ধারা অনুসারে জেলাশাসক লালহৃয়াতপুইয়া এই নিষেধাজ্ঞা জারি করেন৷ তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাদের লক্ষ্য করে গুলতি, বন্দুক বা এয়ার রাইফেল ব্যবহার নিষিদ্ধ৷ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুসারে শাস্তি পেতে হবে বলে সতর্ক করে দেন লালহৃয়াতপুইয়া ৷