NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

আইএসবিটিতে জোড়া পিস্তল উদ্ধারের ঘটনায় ধৃত ত্রিপুরার দুই যুবক

ওয়েটুবরাক, ৭ জানুয়ারি : শিলচর আইএসবিটিতে বাসের ভেতরে জোড়া পিস্তল উদ্ধারের তদন্তে নেমে কাছাড়ের পুলিশ দল ত্রিপুরা থেকে দুই যুবককে গ্রেফতার করে এনেছে৷ ধৃতরা হলো নরেশ চাকমা ও সঞ্জিত নমঃ৷ নরেশের বাড়ি গোমতী জেলার নতুন বাজারে, সঞ্জিত পশ্চিম ত্রিপুরা জেলার নাগিছড়ার বাসিন্দা৷
কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা শনিবার সাংবাদিক সম্মেলনে জানান, এএসটিসির একটি বাস থেকে কিছু দিন আগে নেপাল ও জাপানে তৈরি দুইটি পিস্তল চল্লিশ রাউন্ড তাজা গুলি সহ উদ্ধার করা হয়েছিল৷ কারা এগুলি এনেছিল, কী তাদের উদ্দেশ্য, ওই সবের অনুসন্ধানে নেমে কাছাড় পুলিশ গোয়েন্দা সূত্রে নরেশ ও সঞ্জিতের কথা জানতে পারে৷ শুক্রবার ত্রিপুরা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়৷ শনিবার তাদের শিলচরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মাহাত্তা জানান, ধৃতরা স্বীকার করেছে, এগুলি তারাই ডিমাপুর থেকে নিয়ে এসেছে৷ শিলচরে এগুলি এক বাংলাদেশি ক্রেতার হাতে তুলে দেওয়ার কথা ছিল৷ এখন তাঁরা ওই ক্রেতার সন্ধানে রয়েছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker