NE UpdatesHappeningsBreaking News
অ্যাম্বুলেন্সে মাদক পাচার, গুয়াহাটিতে ধৃত ১
ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর : পুলিশের চোখে ধুলো দিয়ে গুয়াহাটি হয়ে বাংলাদেশে মাদক পাচারের জন্য অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হল। গোয়েন্দা সূত্রে পাওয়া খবর পেয়ে মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার পার্থসারথি মহন্ত ও এডিসিপি কল্যাণ পাঠক মণিপুরের নম্বর থাকা ওই অ্যাম্বুল্যান্সটিকে পাকড়াও করলেন। উদ্ধার হল প্রায় ১৪ কোটি টাকা মূল্যের মাদক। পুলিশ জানায়, পাচারকারী মিরাজুল ইসলামকে গ্রেফতার করে জানা গিয়েছে, মণিপুর থেকে আসা ওই অ্যাম্বুল্যান্সটির মধ্যে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন মেঘালয় হয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা ছিল। গুয়াহাটির হেঙেরাবাড়ির একটি আবাসনের পার্কিয়ে মাদকসহ রাখা ছিল অ্যাম্বুল্যান্সটি। সেখানেই হানা দেয় পুলিশ। ভিতরে গোপন কুঠুরিতে মেলে ৪.৮ কেজি ওজনের ৫০ হাজার ইয়াবা মেথামফেটামিন ট্যাবলেট ও ২০০ গ্রাম হেরোইন। যার বর্তমান বাজারদর ১৪ কোটি ১০ লক্ষ টাকা।