Barak UpdatesHappenings
অ্যান্টিজেন টেস্ট করাতেই দিলেন না জনজাতি গ্রামবাসী, ত্রিপুরায় আরেক যন্ত্রণা
27 জুলাইঃ তিনদিনের লকডাউন ঘোষণা করে করোনা সংক্রমিতদের খুঁজে বের করার কাজ হাতে নিয়েছে ত্রিপুরা সরকার। তিনদিনে রাজ্যের প্রতিটি বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা। সকলের স্বাস্থ্যের খোঁজখবর করে প্রয়োজনীয় বিষয় নথিভুক্ত করবেন। সর্দি-কাশি-জ্বর বা অন্য কোনও লক্ষণ যুক্ত কাউকে পাওয়া গেলে তার রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে।
অধিকাংশ শহর-গ্রামের মানুষ এই প্রক্রিয়াকে ্স্বাগত জানালেও কিছু জনজাতি গ্রামে সমস্যা দেখা দিয়েছে। তারা করোনা সমীক্ষার জন্য কাউকে গ্রামে ঢুকতে দেবেন না বলে হুংকার দিচ্ছেন। ওইসব বিক্ষোভে পুরুষরা পেছনে, মূল নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামীতে সমীক্ষক দল গ্রামে গিয়ে পৌঁছাতেই জনজাতি মহিলারা দলে দলে বেরিয়ে আসেন। বাধ্য করেন কোনও ধরনের নথিভুক্তি ছাড়া তাদের ফিরে আসতে।
একই ধরনের ঘটনা ঘটে চাকমাঘাট নোনাছড়া রোডে। মহিলারা সেখানে পথ অবরোধ করে জানিয়ে দিয়েছেন সমীক্ষক দল পাঠানো চলবে না।