NE UpdatesBarak UpdatesHappenings
অ্যাডমিট লিঙ্কেজ নথি নয়! উদ্বেগে সিআরপিসিসি
২৬ জুন: ফরেনার্স ট্রাইব্যুনালে মেট্রিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে পিতার সঙ্গে সম্পর্ক স্থাপনের নথি হিসেবে মান্যতা না দেওয়ায় জনৈক ব্যক্তি উচ্চ আদালতে মামলা দায়ের করলে উচ্চ আদালতও ফরেনার্স ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে বহাল রাখায় সিআরপিসিসি, আসাম এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়৷ তারা বলেন, সরকার অনুমোদিত বোর্ড, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড, ভোটার তালিকার সার্টিফায়েড কপি ইত্যাদি যদি সম্পর্ক স্থাপনের প্রামাণ্য নথি না হয় তাহলে সাধারণ মানুষ কীভাবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবেন । একজন সাধারণ মানুষের হাতে এরচেয়ে বেশি কী নথি থাকতে পারে? বিচার ব্যবস্থায় জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে৷ কিন্তু এই ধরনের ঘটনা জনগণের মধ্যে অনাস্থার সৃষ্টি করবে বলে তাঁরা মনে করছেন । সিআরপিসিসি, আসাম দীর্ঘদিন থেকেই নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে সাক্ষ্য আইনকে মান্যতা দেওয়ার দাবি জানিয়ে আসছে৷ কিন্তু সাড়া মিলছে না৷
সিআরপিসিসির কথায়, নাগরিকত্ব মানুষের কাছে জীবনের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই এ ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কাজেই যে কোনও ভারতীয় মানুষের নাগরিকত্ব যাতে বাতিল করা না হয়, সে ব্যাপারে সরকারকে দৃষ্টি দিতে হবে । আসামে বসবাসকারী সকল ভারতীয় নাগরিকের নাগরিকত্ব সুনিশ্চিত করার জন্য তাঁরা দাবি জানান৷